সাতানীপাড়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার


শেরপুর শহরের সাতানীপাড়া এলাকায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৬৫) নামে এক মনোহারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকেলে হরিজন পল্লীর পেছনের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মোতালেব পার্শ্ববর্তী গোপালবাড়ী এলাকার মৃত আবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আব্দুল মোতালেব বাড়ি থেকে বেরিয়ে যান এবং এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
শনিবার বিকেলে স্থানীয়দের সহযোগিতায় সাতানীপাড়া এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম জানান, প্রাথমিক সুরতহালে লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্তাধীন।”
ভিওডি বাংলা-মো. মাকসুদুর রহমান/জা