নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক


চলমান এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিএসি) সভাপতি মোহসিন নাকভি স্বর্ণপদকে সম্মানিত হবেন। ভারতের দল ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানালে নাকভি মঞ্চ থেকে ট্রফি সরিয়ে নেন।
করাচিতে পাকিস্তান সরকারের উদ্যোগে একটি আনুষ্ঠানিক পুরস্কার বিতরণীর আয়োজন করা হচ্ছে, যেখানে নাকভিকে ‘শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল’ প্রদান করা হবে। অনুষ্ঠানে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তবে অনুষ্ঠানের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
এশিয়া কাপ ফাইনালে ভারতীয় দল নাকভির কাছ থেকে ট্রফি ও পদক গ্রহণে অস্বীকৃতি জানালে তিনি তা নিজের হোটেল কক্ষে নিয়ে যান। পরে ট্রফি ও পদক সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের কাছে হস্তান্তর করা হলেও ভারতের হাতে পৌঁছানোর সময় ও পদ্ধতি নির্ধারিত হয়নি।
সিন্ধু ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল বলেন, “ভারতের সঙ্গে রাজনৈতিক ও ক্রীড়া সম্পর্ক যখন চরম উত্তেজনাপূর্ণ, তখন নাকভির অবস্থান জাতীয় গৌরব পুনরুদ্ধার করেছে।”
ভিওডি বাংলা/জা