• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সৈয়দপুরে জমির মালিকানা দাবি করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নীলফামারী প্রতিনিধি    ৫ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পি.এম.
জমির মালিকানা দাবি করে নীলফামারীর সৈয়দপুরে পাল্টাপাল্টি অভিযোগে সংবাদ সম্মেলন। ছবি: ভিওডি বাংলা

নীলফামারীর সৈয়দপুরে জমির মালিকানা দাবি করে বিএনপি জড়িয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।রোববার দুপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে শহরের ক্যাবল টিভি নেটওয়ার্ক অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ তুলে ধরেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কার্জন।

তিনি তার বক্তব্যে বলেন, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বিএনপি সভা রেজাউল করিম রেজা খান চৌমুহনী বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সেই ব্যবসায়ীর ভোগদখলীয় জমি জবর দখলের চেষ্টা চালায় গত ২৭ সেপ্টেম্বর আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি। পরে বিষয়টি আপোষ মিমাংসার জন্য ওইদিন রাতে সৈয়দপুর থানায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে সিদ্ধান্ত হয় ২৯ সেপ্টেম্বর সরেজমিনে জমি মাপযোগ করে অভিযোগের স্থায়ী সমাধান করা হবে। কিন্তু প্রতিপক্ষ আমিনুল ইসলাম জমি মাপযোগ বিষয়ে উপস্থিত না থেকে ৩০ সেপ্টেম্বর রেজাউল করিম রেজা খানসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কার্জনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজের অপবাদ দিয়ে সংবাদ সম্মেলন করেন। এটি অনুষ্ঠিত হয় বিসিক এলাকার একটি গোডাউন ঘরে।

আনিত ওইসব অভিযোগের বিরুদ্ধে  রোববার আরেকপক্ষ তথা ব্যবসায়ী ও বিএনপি নেতা রেজাউল করিম রেজা খান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কার্জন সাংবাদিক সম্মেলন করে আমিনুল ইসলামের অভিযোগ শতভাগ মিথ্যা বলে দাবি করেন।

গতকালের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সিএস ও এসএ রেকর্ডীয় মূল মালিক পাতলি বর্মনের কাছে যেসব ক্রেতা জমি কিনেন সেইসব ক্রেতাদের কাছ থেকে জমি কিনে দোকান নির্মাণ করে বিগত ১৮ বছর ধরে ভোগদখলে আছে রেজা খান। অথচ আমিনুল ইসলাম ভুয়া মালিকানা দাবি করে হঠাৎ করে ২৭ সেপ্টেম্বর ঘটনাস্থলে গিয়ে জমির মালিকানা দাবি করে। এ নিয়ে বিবাদ ঘটলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় বিশিষ্টজনরা আপোষের চেষ্টা করেও আমিনুল ইসলামের অসহযোগিতার কারণে তা ব্যর্থ হয়।

গতকালের সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, বিশিষ্টজন আজিজুল ইসলাম প্রমুখ।
 
ভিওডি বাংলা/ এমএইচ 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই