আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল, নিহত ৪৭


নেপাল তীব্র বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে বিপর্যস্ত। দেশটির বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত ৪৭ জন নিহত এবং আরও ১১ জন নিখোঁজ রয়েছেন।
রোববার (৫ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বর্ষণে নেপালের আটটি প্রধান নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে, যার ফলে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনা ঘটছে।
নেপাল আর্মড পুলিশ ফোর্সের মুখপাত্র কালিদাস ধাউবোজি জানিয়েছেন, ভারতের সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় ইলাম জেলায় পৃথক ভূমিধসে ৩৫ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে মারা গেছেন ৩ জন, এবং পূর্বাঞ্চলীয় উদয়পুর জেলায় বন্যায় একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন, তাদের উদ্ধারে অভিযান চলছে।
নেপালের হাইড্রোলজি ও মেটিওরোলজি বিভাগ জানিয়েছে, বাগমতী, সুন কোশি, অরুণ, তামোর, কোশি, বুড়িখোলা ও বিরিং খোলা নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ-পূর্ব নেপালের কোশি নদীর পানি নিয়ন্ত্রণে রাখতে কোশি ব্যারেজের সব ৫৬টি গেট খুলে দেওয়া হয়েছে। প্রবল বন্যায় সড়ক ও সেতু ভেসে গেছে, ফলে শত শত যাত্রী আটকে পড়েছেন।
কাঠমান্ডু বিমানবন্দরের মুখপাত্র রিঞ্জি শেরপা জানিয়েছেন, অভ্যন্তরীণ ফ্লাইটগুলো মারাত্মকভাবে ব্যাহত হলেও আন্তর্জাতিক ফ্লাইট এখনও স্বাভাবিক রয়েছে।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্ক করেছেন, টানা বৃষ্টিপাত আরও ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ভারী বর্ষণ সোমবার (৬ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ভিওডি বাংলা/জা