রাজবাড়ীতে শিক্ষদের ৫ দফা দাবিতে মতবিনিময় সভা


“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, এন্ট্রি পদ ৯ম গ্রেড বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান।
অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু এবং রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সদর উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শিফট ইনচার্জ মো. আব্দুল মান্নান, সহকারী শিক্ষক আবু সাঈদ, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম বিপুল, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, “সরকারি মাধ্যমিক শিক্ষক রয়েছেন প্রায় ১৫ হাজার, কিন্তু পদোন্নতির জন্য পদ রয়েছে মাত্র ৪ শতাংশ। যুক্তিসঙ্গত পদোন্নতির সুযোগ না থাকায় অধিকাংশ শিক্ষক অবসর গ্রহণ করছেন পদোন্নতি ছাড়াই। এর ফলে শিক্ষকরা হতাশ হচ্ছেন এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়ন ব্যাহত হচ্ছে।”
তারা আরও অভিযোগ করেন, সরকারি মাধ্যমিকের শিক্ষক-কর্মকর্তারা প্রাপ্য বকেয়া টাইমস্কেল, পদমর্যাদা, পদোন্নতি ও পদায়নসহ চাকরির বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।
বক্তারা অবিলম্বে তাদের ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে চাকরিবিধি মেনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।
অন্য দাবিগুলো হলো, অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিক শিক্ষা অফিসের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন সম্পন্ন করা, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জুরি আদেশ প্রদান
ভিওডি বাংলা/ এমএইচ