আরবাজ-সুরা দম্পতির ঘরে কন্যা সন্তান


বলিউডে বইছে আনন্দের হাওয়া। সুখবর দিয়েছেন অভিনেতা ও নির্মাতা আরবাজ খান। ৫৮ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন তিনি। মেকআপ আর্টিস্ট সুরা খান-এর কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। নতুন অতিথির আগমনে উচ্ছ্বসিত পুরো খান পরিবার।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুরা খানকে। সেখানেই সুস্থভাবে জন্ম নেয় তাঁদের কন্যা সন্তান। খবরটি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।
এটি আরবাজ খানের দ্বিতীয় সন্তান। আগের স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে তার আরহান খান নামের এক পুত্র সন্তান রয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরে একেবারে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আরবাজ ও সুরা। বিয়ের সময়ও জুটিটিকে ঘিরে বলিউডে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনার ঝড়। এবার তাদের ঘরে নতুন অতিথি আগমন যেন দাম্পত্য জীবনে নতুন দিগন্ত খুলে দিল।
সুরা ও আরবাজের পরিচয় হয়েছিল একটি সিনেমার সেটে। সেই পরিচয় থেকেই শুরু হয় বন্ধুত্ব, পরে তা প্রেমে রূপ নেয়। বয়সের পার্থক্য নিয়েও খোলামেলা ছিলেন আরবাজ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন,
“সুরার সঙ্গে অনেক সময় কাটিয়েছি আমরা। বয়স কোনো বাধা হয়নি, বরং একে অপরকে বোঝা আরও সহজ হয়েছে।”
নবজাতকের আগমনে এখন খুশিতে ভরপুর খান পরিবার। ভাই সালমান খান থেকে শুরু করে আরহান—সবাই নাকি অপেক্ষা করছেন নতুন সদস্যকে ঘরে আনতে।
ভিওডি বাংলা/ আ