মুম্বাইয়ে হঠাৎ মুখোমুখি দীপিকা-রণবীর!


ভারতের মুম্বাই বিমানবন্দরে এমন দৃশ্য দেখা যাবে—তা কেউ ভাবেনি। বহু বছর পর মুখোমুখি হলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। ক্যামেরার ঝলকে ধরা পড়ল, একে অপরকে উষ্ণ আলিঙ্গন করছেন তারা। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, আর ভক্তরা যেন ফিরে গেলেন পুরোনো দিনে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, একসময় প্রেমের সম্পর্কে ছিলেন দীপিকা ও রণবীর। সম্পর্কের ইতি ঘটলেও বন্ধুত্বে ফাটল ধরেনি। দুজনই এখন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এবং নিজ নিজ ক্যারিয়ারে সফল। রণবীর বর্তমানে অভিনেত্রী আলিয়া ভাটের স্বামী, তাদের কন্যা রাহা এখন বেশ বড় হয়ে উঠছে। অন্যদিকে দীপিকা বিবাহিত অভিনেতা রণবীর সিং-এর সঙ্গে; তাঁদের কন্যার নাম দুয়া।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দীপিকা একটি গাড়িতে বসা অবস্থায় ছিলেন। এসময় রণবীর কাপুর সেখানে প্রবেশ করলে দীপিকা উঠে দাঁড়িয়ে এগিয়ে আসেন এবং তাকে আলিঙ্গন করেন। কিছুক্ষণ পর দীপিকা নিজের পাশে বসার জন্য রণবীরকে জায়গা করে দেন।
এই অপ্রত্যাশিত সাক্ষাতে বিমোহিত হয়েছেন অনুরাগীরা। অনেকেই মন্তব্য করেছেন, “এ যেন বাস্তবের নয়না ও বানির পুনর্মিলন।”
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার সেই জনপ্রিয় জুটি আবারও ভক্তদের মনে জাগিয়ে দিয়েছে নস্টালজিয়ার ঢেউ।
ভিওডি বাংলা/ আ