শিবচরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত


মাদারীপুরের শিবচর উপজেলার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসাতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এক অনন্য হিফজুল কুরআন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা আয়োজন করে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় (Ministry of Islamic Affairs, Dawah and Guidance)–এর বাংলাদেশস্থ রিলিজিয়াস অ্যাটাশে অফিস ও সৌদি দূতাবাস,বাংলাদেশ।
রোববার (৫ অক্টোবর) দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর জেলার মেধবী ছাত্ররা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ১৫ পাড়া এবং ৩০ পাড়ার ওপর দুইটি বিভাগে প্রতিযোগিতা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হাফেজ ক্বারী মাহবুবুর রহমান।
হাফেজ ক্বারী মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে বলেন,কুরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য সর্বশেষ ও পরিপূর্ণ জীবন বিধান। এই পবিত্র কিতাবের হিফজ ও প্রচারের মাধ্যমে আমরা ইসলামের সত্য বার্তা সমাজে ছড়িয়ে দিতে পারি। তরুণ প্রজন্মের মাঝে কুরআনের চেতনা জাগিয়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন,আজকের এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে, তারা সবাই বিজয়ী। কারণ আল্লাহর বাণী মুখস্থ করাই সবচেয়ে বড় সম্মান ও সৌভাগ্যের বিষয়। আমি সকল প্রতিযোগী, অভিভাবক ও আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাওলানা আব্দুস সোবাহান,মাওলানা আবুল খায়ের,মাওলানা আবু ইউসুফ,হাফেজ ক্বারী আব্বাস,শায়েখ তৌহিদুজ্জামান,হাফেজ ক্বারী আফনান,মাওলানা আবু সাঈদ
বিচারকবৃন্দ প্রতিযোগীদের কণ্ঠ, তাজবীদ, উচ্চারণ ও ধারাবাহিকতা অনুযায়ী মূল্যায়ন করেন। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ ও ওস্তাদগণ।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে সকলের কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্ব শান্তি কামনা করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও অভিভাবক ও মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্ররা ভবিষ্যতে কুরআনের খেদমতে নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভিওডি বাংলা/ এমএইচ