• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

শিক্ষক দিবসে হার না মানা এক শিক্ষকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি    ৫ অক্টোবর ২০২৫, ০৯:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

জীবনে প্রায় ৩২ বছর যিনি উৎসর্গ করেছেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে। মরণব্যাধি ক্যান্সার শরীরে নিয়েও কখনো স্কুল থেকে একদিনের জন্যেও ছুটি নেননি। আর সেই নিবেদিতপ্রাণ শিক্ষক আজ শিক্ষক দিবসে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করলেন। জীবনের শেষ প্রান্তে এসেও তিনি আদর্শ শিক্ষকের দায়িত্ব পালন করে গেছেন।

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মুসুল্লীয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন জালাল উদ্দীন। তার শিক্ষাকতা জীবনে তিনি নিয়মিত স্কুলে উপস্থিত থেকে শত শত শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলোয় আলোকিত করে গেছেন। তার এই অটল দায়িত্ববোধ ও নিষ্ঠার জন্য বহুবার পেয়েছেন সততার পুরস্কার। শিক্ষার্থীরা তাকে ভালোবেসে ডাকতেন ‘জালাল স্যার’ নামে। এই আদর্শবান ও গুণী মানুষটি মারা গেছেন ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে।

পরিবার সূত্রে জানা যায়, দুবছর আগে তার শরীরে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। রোববার (৫ অক্টোবর) দুপুর ৩টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জালাল উদ্দীন স্যারের একমাত্র ছেলে সৈকত ইসলাম বলেন, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ দুপুর ৩টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সবার প্রিয় জালাল স্যার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার মৃত্যুর খবরে সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন। 

মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম বলেন, “জালাল স্যার আমাদের স্কুলের গর্ব ছিলেন। কঠিন শারীরিক অসুস্থতা না আসা পর্যন্ত কেউ ভাবতেই পারেনি, এমন মানুষ কখনো বিছানায় পড়বেন। কিন্তু বাস্তবতা তো মেনে নিতেই হবে। ৩২ বছরের চাকরি জীবনে গত ২০ বছরে (সিএল) সরকারি পাওনা ছুটি নেয়নি। তার হাজিরা খাতায় কোনো অনুপস্থিতি নেই। তিনি যতটুকু জানতেন তা শিক্ষার্থীদের মাঝে মন প্রাণ উজার করে বিলিয়ে দিতেন। তিনি এমন একজন মানুষ তার ক্যান্সার ধরা পড়ার পর আমরা তাকে সহযোগিতা করতে চাইলেও রাজি হয়নি। তার যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থেকেছেন। তার মৃত্যুতে শিক্ষক দিবসে গভীর শোকের ছায়া নেমে এসেছে উপকূলের শিক্ষাঙ্গণে।

ভিওডি বাংলা/ এমএইচ 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
দেশকে অশান্ত করতে কুরআন অবমাননা
দেশকে অশান্ত করতে কুরআন অবমাননা