অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর


বৈধ ও অবৈধ সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা এবং স্থায়ী ও অস্থায়ী ফুটপাত দখলকারী হকারদের কারণে স্থবির হয়ে পড়েছে ফেনী পৌর শহরের স্বাভাবিক জনজীবন।
পৌরসভা নিয়ম অনুযায়ী, অবৈধ অটোরিকশা ও সিএনজির শহরে প্রবেশের অনুমতি নেই; ফুটপাতে হকার বসাও সম্পূর্ণ নিষিদ্ধ। তবে বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত।
মহিপাল ফ্লাইওভারের নিচের একাংশ এখন হকারদের দখলে। সবজি ও মাছ বিক্রেতারাও দখল নিয়েছেন ফুটপাতের বড় অংশ, ফলে সাধারণ মানুষের চলাচলে দেখা দিচ্ছে চরম ভোগান্তি।
মহিপাল থেকে শহরে প্রবেশের মুখেই গড়ে উঠেছে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশার ‘অঘোষিত’ স্ট্যান্ড। ফ্লাইওভারের নিচে ট্রাফিক বক্সের পাশে প্রতিদিন বসে পড়ছেন ঝালমুড়ি, শরবত, বেলপুরি বিক্রেতাসহ নানা দোকানি।
শহরের প্রধান সড়ক ট্রাংক রোডের পুরো অংশই এখন অটোরিকশা স্ট্যান্ড ও ফুটপাত ব্যবসায়ীদের দখলে। এমনকি ওষুধ কোম্পানির প্রতিনিধিরাও যত্রতত্র মোটরসাইকেল পার্ক করে সড়কের চলাচল বাধাগ্রস্ত করছেন।
এ বিষয়ে পৌর প্রশাসক বলেন, “শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা স্বেচ্ছাসেবক টিম বাড়াবো এবং অভিযান আরও বেগবান করবো।”
ভিওডি বাংলা/ এমএইচ