• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি    ৬ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নের দাবিতে ১০ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্র ও জনতা। সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচি শুরু হয়।

প্রায় দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দায়িত্বে থাকা ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি দীর্ঘদিন ধরেই নানা সংকটে জর্জরিত। চিকিৎসক সংকট, যন্ত্রপাতির অচলাবস্থা ও অব্যবস্থাপনা দূরীকরণসহ সার্বিক সংস্কারের দাবিতে “স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন–নলছিটি শাখা”র ব্যানারে ছাত্র ও জনতা এই কর্মসূচি শুরু করে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, হাসপাতালটিতে এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার। আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও তা অচল অবস্থায় পড়ে আছে। চিকিৎসক ঘাটতির পাশাপাশি বেশিরভাগ প্যাথলজিক্যাল টেস্টও বন্ধ রয়েছে।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে যত দ্রুত সম্ভব সকল শূন্যপদে এমবিবিএস চিকিৎসক পদায়ন, বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু করে সপ্তাহে অন্তত তিন দিন সিজারিয়ান সেকশন চালু রাখা, অচল আলট্রাসনোগ্রাম মেশিন সচল করা, নতুন ডিজিটাল এক্সরে মেশিন বরাদ্দ, প্যাথলজিতে রক্ত পরিসঞ্চালন, ডেঙ্গু, টাইফয়েড, সেরাম ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইলসহ সব টেস্ট চালু করা, রক্ত ক্লাবের অনুমোদন ও হাসপাতালে রুম বরাদ্দ দেওয়া, লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ের জন্য বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা বা পুরো হাসপাতালে সোলার পাওয়ারিং, অচল পানির ফিল্টার সচল করা, সরকারিভাবে ভর্তি ও বহির্বিভাগে সকল প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, নিরবচ্ছিন্ন এম্বুলেন্স সার্ভিসের জন্য জ্বালানি বরাদ্দ এবং সাধারণ রোগীদের অযথা বরিশাল রেফার বন্ধ করে সার্বিক হয়রানি বন্ধ করা।

আন্দোলনকারীরা বলেন, “দাবিগুলোর বাস্তবায়নে যথাযথ নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”

এ সময় আন্দোলনে সংহতি প্রকাশ করে একাত্মতা জানায় নলছিটি উপজেলা হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন ও নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদল। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সেবাগ্রহীতা ও শ্রমিকরা কর্মসূচিতে অংশ নেন এবং হাসপাতালের সার্বিক উন্নয়নে সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু
শিক্ষক দিবসে হার না মানা এক শিক্ষকের মৃত্যু
শিক্ষক দিবসে হার না মানা এক শিক্ষকের মৃত্যু