বাংলাদেশের নির্বাচনের অপেক্ষায় তুরস্ক: খসরু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকে করেছেন তরুস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি। সোমবার দুপুর ২টাঢয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন তরুস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রী। তার সাথে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও ছিলেন।
দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ বৈঠকে ছিলেন। এক ঘন্টার অধিক সময়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সম্পর্কের উন্নয়ন, ব্যবসা-বানিজ্য-বিনিয়োগ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
দুইদিনের সফরে সকালে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসেন।
বিএনপি মহাসচিবের সাথে বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দুই দেশের মধ্যে আমাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব যেটা জিয়াউর রহমানের সাহেবের সময় থেকে হয়েছে, ওআইসিতে জিয়াউর রহমানসহ তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো সেই বিষয়গুলো আলোচনায় এসেছে। আগামী দিনে ওআইসিকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। দুই মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা, সবক্ষেত্রে কো-অপারেশন বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। তার্কিস বিনিয়োগ বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে করার বিষয়টি সেটাও আলোচনায় এসেছে, তুরুস্কের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন সেটাকে আরও কিভাবে বাড়ানো যায়… আপনারা জানেন, কামাল আতার্তুক এভিনিউ এই নামটাই দি্য়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।”
তিনি জানান, তুরস্ক আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে অধিকতর বিনিয়োগের জন্য। দুই দেশের চেম্বারগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
‘নির্বাচনের অপেক্ষায় আছে’
এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘‘বাংলাদেশের নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। তুরস্কও সেই নির্বাচনের অপেক্ষায় আছে। তারাও নির্বাচন পরবর্তি ‘আগামীর বাংলাদেশ’ দেখতে চায়, সেই সরকারে সাথে সম্পর্ক শক্তিশালী কিভাবে করা যায় তা নিয়েও আমরা আলোচনা করেছি। সবার মতো তার্কিও নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে সেই সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।”
‘জয়েন্ট ডিফেন্স ইন্ডাষ্ট্রি স্থাপন প্রসঙ্গে’
সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘‘তার্কিজ গভার্মেন্ট বাংলাদেশের সাথে ডিফেন্স সেক্টারে যে কো-অপারেশনটা আছে সেটা অব্যাহত থাকবে। তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাষ্ট্রি সেটআপ করার জন্য বাংলাদেশের সাথে আলাপ-আলোচনায় আছে। আগামীকালকে হয়ত সরকারের সাথে তাদের আলোচনা হবে। সে বিষয়ে আমাদের কো-অপারেশন অব্যাহত থাকবে সেটা আমরা তাদেরকে বলেছি।”
আগামীকাল ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে এতে তরুস্কের পক্ষের নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্র মন্ত্রী এ বেরিস একিনচি।
তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে সাক্ষাৎ করবেন।
ভিওডি বাংলা/ এমপি