• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৌরীপুরে আগাম শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ

গৌরীপুর প্রতিনিধি    ৮ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আগাম শীতকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এই সহায়তা দেওয়া হয়।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১২টায় গৌরীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে ইউসুফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গৌরীপুরের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক মোট ৬৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বসতবাড়িতে শাকসবজি চাষের জন্য বীজ সহায়তা এবং মাঠে চাষযোগ্য ইনব্রিড ও হাইব্রিড জাতের শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ