• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টাঙ্গাইলে নির্বাচনী প্রচারণায় চরবাসীর বাইসাইকেল শোভাযাত্রা

টাঙ্গাইল প্রতিনিধি    ৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের সমর্থনে চারবাসীর উদ্যোগে বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে টাঙ্গাইল শহরের সরকারি এমএম আলী কলেজের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। 

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এমএম আলী কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের চরবাসীর পক্ষ থেকে এ বাইসাইকেল শোভাযাত্রা করা হয়েছে। বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রামের কারণে চরাঞ্চলের মানুষ আমাকে পছন্দ করে। সেই ভালোবাসার টানে তারা বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে এবং অংশ নিয়েছে। সমাবেশে শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমও বক্তব্য রাখেন। 

বাইসাইকেল শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সী সহস্রাধিক মানুষ অংশ নেয়। এ সময় বিএনপির জেলা ও সদর উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন