• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভয়ঙ্কর এক টাইফুনের কবলে জাপান, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক    ৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জাপান এখন ভয়ংকর টাইফুনের কবলে। দেশটির ইজু দ্বীপপুঞ্জে বৃহস্পতিবার (৯ অক্টোবর) আঘাত হেনেছে ‘হালোং’ নামে এক শক্তিশালী টাইফুন। এর প্রভাবে রাত থেকেই শুরু হয়েছে তীব্র বাতাস এবং ভারী বর্ষণ। পাশাপাশি উপকূলে আছড়ে পড়ছে বিশাল ঢেউ।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, টাইফুনটির গতিবেগ ঘণ্টায় ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

জাপান টাইমস জানিয়েছে, ক্ষয়ক্ষতি এড়াতে বুধবার থেকেই দ্বীপগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মাছ ধরার নৌকা ও জাহাজগুলোকে দ্রুত তীরে ফিরতে বলা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জাপানের সরকার সকল সংস্থাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।

জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুন ‘হালোং’ শক্তিশালী হওয়ায় উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়