• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজারহাটে টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১২ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে সোহরাওয়ার্দ্দী অডিটরিয়ামে প্রথমবারের মতো ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, উপজেলা নির্বাচন অফিসার মাহবুবার বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, চাকিরপশার তালুক সপ্রাবি প্রধান শিক্ষক নুর ইসলাম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।

সারাদেশের ন্যায় রাজারহাটে এক মাসব্যাপী এই ক্যাম্পেইন চলবে। আজ ২৪টি কেন্দ্রের মাধ্যমে ৪৪১৮ শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। এই কর্মসূচির আওতায় উপজেলার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী মোট ৫৩০৬৬ শিশুকে রেজিস্ট্রেশন অনুযায়ী বিনামূল্যে টিকা দেওয়া হবে বলে জানান ডা. গোলাম রসুল রাখি।

ভিওডি বাংলা-প্রহলাদ মন্ডল সৈকত/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস
১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস
ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন
ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন
কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা
তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা