• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তাড়াশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চলনবিল প্রতিনিধি    ১২ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের তাড়াশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রোববার (১২ অক্টোবর) সকালে পৌর শহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী ঘোষনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, মডেল সরকারী   প্রাথমিক বিদ্যালয়ের   প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, স্বাস্থ্য পরিদর্শক শাহ আলম, এমটি ইপি আই রায়হান আলী প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী  মাস ব্যাপী  এ ক্যাম্পেইনে মোট ৬৩ হাজার ৪৫১ জন শিশুকে টাইফয়েডের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।  ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুরা ওই টিকা নিতে পারবে।

এ সময় ডা. এরফান আহম্মেদ বলেন, টাইফয়েড  একটি ঝুঁকিপূর্ণ রোগ। এটি দ্বারা আক্রান্ত হলে শিশুর ব্রেইন, পাকস্থলি, হৃদযন্ত্র, কিডনীর ক্ষতিসহ অন্যান্যা জটিল রোগব্যাধি হতে পারে। যা শিশুর মৃত্যুও ঘটাতে  পারে। তাই টাইফয়েড টিকা গ্রহন অত্যান্ত জরুরী।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ