• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

ইবি প্রতিনিধি    ১২ অক্টোবর ২০২৫, ০৬:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা। 

রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে সংলগ্ন চায়ের দোকানে আড্ডারত অবস্থায় তাকে আটক করা হয়। পরে তাকে ক্যাম্পাসস্থ ইবি থানায় সোপর্দ করা হয়।

আটককৃত ছাত্রলীগ নেতার নাম হুসাইন তুষার। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী (বর্তমানে মাস্টার্সে অধ্যায়ন করছেন) এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সম্পাদক বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ক্যাম্পাসে থাকা অবস্থায় শিক্ষার্থীদের উপর নানারকম হয়রানি মূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা হুসাইন তুষার বলেন, ‘আমি এর আগে অনার্স চতুর্থ বর্ষের সকল পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আজকে আমি মাস্টার্সে ক্লাস করতে এসেছিলাম।’

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘শিক্ষার্থীরা ওই ছেলেকে থানায় সোপর্দ করে। জানতে পেরেছি সে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহা. শাহীনুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীরা ছাত্রলীগের পোস্টেড কর্মীকে আমার কাছে ধরে আনে। ছাত্রলীগ কর্মী স্বীকার করেছে তিনি নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিলো। এরপর আমি তাকে থানায় সোপর্দ করেছি। থানা কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নিবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ইবির আরও ৯ শিক্ষক বরখাস্ত
জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ইবির আরও ৯ শিক্ষক বরখাস্ত
ইবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
ইবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ