• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবচর পৌর জামায়াতের সাবেক আমীরের ইন্তেকাল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ    ১৬ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলার বরহামগঞ্জ কলেজের সাবেক প্রফেসর ও সম্মানিত শিক্ষাবিদ আব্দুল আজিজ খান (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১২ টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ জোহর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার প্রিয় কর্মস্থল সরকারী বরহামগঞ্জ কলেজ মাঠে। জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতা-কর্মী,এলাকাবাসী হাজারো মানুষ অংশ নেন। কলেজ প্রাঙ্গণে শোকের আবহে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে যায়।

মরহুম আব্দুল আজিজ খান বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর পৌরসভার সাবেক আমীর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। জানাজার পূর্বে এক সংক্ষিপ্ত  বক্তব্যে মাদারীপুর-১(শিবচর) আসনের এমপি প্রার্থী সারোয়ার হোসাইন মৃধা, মাদারীপুর-২(মাদারীপুর সদর,রাজৈর)  আসনের জামায়াতে ইসলামি মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুস সোবহান খান বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “মরহুম আব্দুল আজিজ খান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও আদর্শবান মানুষ। তিনি শুধু পাঠদানেই নয়, চরিত্র গঠনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতেন। তাঁর হাত ধরে বহু মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করেছেন।”

সহকর্মী ও সাবেক শিক্ষার্থীরা বলেন, আব্দুল আজিজ খান ছিলেন সহজ-সরল, নীতিবান ও সমাজসেবামূলক কাজে অগ্রণী এক মানুষ। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।

জানাজার নামাজ শেষে মরহুমের দাফন সম্পন্ন হয় তার নিজ গ্রাম চরশ্যামাইল পারিবারিক কবরস্থানে। স্থানীয় জনগণ, ছাত্র-শিক্ষক ও আত্মীয়-স্বজনরা উপস্থিত থেকে শেষ বিদায় জানিয়েছেন প্রিয় শিক্ষককে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

প্রসঙ্গত, মরহুম আবদুল আজিজ খান শিবচর চরশ্যামাইল এলাকার খান বাড়ির সন্তান। তিনি দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর পৌর আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।

ভিওডি বাংলা/আহসান হাবীব/এম  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক দ্রুত দেশে আসবেন: এ্যানি
খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক দ্রুত দেশে আসবেন: এ্যানি