• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মায়ের শারীরিক অবস্থার কথা জানালেন তমা মির্জা

বিনোদন ডেস্ক    ১৯ অক্টোবর ২০২৫, ০৩:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জার মা তিন দিন আগে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছিলেন নায়িকা। এরপর থেকে অনুরাগীদের মধ্যে তৈরি হয় কৌতূহল-কেমন আছেন অভিনেত্রীর মা। এবার সে বিষয়ে জানালেন তমা।

রোববার (১৯ অক্টোবর) ফেসবুকে তমা লেখেন, ‘আম্মু এখন আগের তুলনায় অনেকটা ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমার আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক ভাই-বোন-সবার প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাই যেভাবে আমার পাশে ছিলেন, খোঁজ নিয়েছেন ও দোয়া করেছেন, আমি সত্যিই সবার কাছে কৃতজ্ঞ। দোয়া করবেন যেন আম্মু সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।’

এর আগে ১৬ অক্টোবর হাসপাতালের একটি ছবি পোস্ট করে মায়ের অসুস্থতার খবর জানিয়েছিলেন তিনি। তাতে অনুরোধ করেছিলেন সবাইকে মায়ের জন্য দোয়া করতে।

উল্লেখ্য, তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে ‘দাগি’ সিনেমায়। শিহাব শাহীন পরিচালিত এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। আরও ছিলেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার ও রাশেদ মামুন অপু।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি