• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৬২ জনের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি    ২১ অক্টোবর ২০২৫, ০৭:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে গত ১৮ দিনে ১৬২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় প্রশাসন জব্দ করেছে প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা মূল্যের জাল, যা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

নিষেধাজ্ঞার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর ৯টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ জনকে কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে সদর উপজেলার ১৭ জন ও গোয়ালন্দ উপজেলার ৪ জন রয়েছেন। অভিযানে ৩ লাখ ৮৩ হাজার মিটার জাল, ১৪৩ কেজি মাছ জব্দ এবং নগদ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর থেকে সারা দেশে ইলিশ শিকার, বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের নেতৃত্বে প্রতিদিন অভিযান চলছে।

অভিযানের শুরু থেকে ২১ অক্টোবর বিকেল পর্যন্ত জেলায় মোট ১৪৪টি অভিযান পরিচালিত হয়েছে। এ সময়ে ৪৯টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬২ জনকে কারাদণ্ড, ১ লাখ ১০ হাজার ২০০ টাকা জরিমানা, ৯৭ হাজার টাকায় নৌকা নিলাম এবং প্রায় ২৩ লাখ ৩৩ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া প্রায় ২৩ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা সফল করতে নিয়মিত অভিযান চলমান রয়েছে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ