• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় বিজিবি'র অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি    ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পি.এম.

কুষ্টিয়া দৌলতপুরে বিজিবির ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে চিন্নিত মাদক ও অস্ত্র ব্যাবসায়ী কে আটক করেছে বিজিবি। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ শে অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলার আবেদের ঘাট এলাকায় কুষ্টিয়া -৪৭ ব্যাটেলিয়ন অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী জহুরুল ইসলাম কে আটক করে।

কুষ্টিয়া -৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বলেন,  দৌলতপুর উপজেলার আবেদের ঘাট নামক স্থান হতে বিজিডিও-৩০৯ সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম, নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল  অভিযান পরিচালনা করে  মোঃ জামিল মালিথা নামে এক জন আটক করা হয়।

এই সময় তার কাছ থেকে  ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন , ১ রাউন্ড গুলি এবং ০.০৪৮ কেজি হেরোইন পাওয়া যায়।  আটক কৃত আসামী একজন চিন্নিত মাদক ও অস্ত্র ব্যাবসায়ী, যার বিরুদ্ধে ভারত থেকে অবৈধ ভাবে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র( অটোমেটিক পিস্তল) পাচার করে আনা সংক্রান্ত গোয়েন্দা তথ্য রয়েছে। এই ঘটনায় দৌলতপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ