• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে ভয়াবহ এয়ার কম্প্রেসার বিস্ফোরণ

রাজবাড়ী প্রতিনিধি    ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীতে মেকানিকের দোকানে এয়ার কম্প্রেসার (হাওয়ার মেশিন) বিস্ফোরণে মিলন মওলা (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌরসভার চরলক্ষীপুর গ্রামের তালতলা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত মিলন মওলা শহরের ধুঞ্চি এলাকার নজর মওলার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মেকানিকের দোকান পরিচালনা করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মিলন মওলা দোকানে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে এয়ার কম্প্রেসারটি বিস্ফোরিত হয়। এতে দোকানের ভেতরে থাকা মিলন গুরুতর দগ্ধ ও রক্তাক্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনায় দোকানের চালা ও টিন উড়ে যায়, ভিতরে থাকা চেয়ার, টায়ার ও যন্ত্রাংশ এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে। দোকানের ভেতরে ও বাইরে রক্তের দাগ দেখা যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নুরুল ইসলাম আযম জানান, “আহত মিলনের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষত তৈরি হয়েছে। কিছু অংশে মাংসপেশি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জাকির হোসেন বলেন, “এয়ার কম্প্রেসার ব্যবহারে নিয়মনীতি না মানলে এমন দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন ব্যবহারে যন্ত্রে মরিচা পড়ে এটি দুর্বল হয়ে বিস্ফোরিত হয়।ব্যবহারকারীদের আরও সচেতন ও নিয়মমাফিক রক্ষণাবেক্ষণ করা উচিত।”

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ