• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনী প্রতিনিধি    ২৭ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনী সীমান্তে আবারও কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি। 

সোমবার (২৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজিবির টহলদল পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট, চশমা ও ওষুধসহ একটি পিকআপ ভ্যান জব্দ করে।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ