• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাজিলের ইতিহাসে

সবচেয়ে রক্তাক্ত অভিযানে নিহত অন্তত ৬৪

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পি.এম.
রিও দে জেনেইরো শহরে পুলিশের ব্যাপক অভিযান। সংগৃহীত ছবি

ব্রাজিলের রিও দে জেনেইরো শহরে পুলিশের ব্যাপক অভিযানে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার পরিচালিত এই অভিযানটি শহরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী পুলিশি অভিযান বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

রাজ্যের গভর্নর ক্লাউদিও কাস্ত্রো জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্যও রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, “আমরা মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়ছি।”

অভিযানে গ্রেপ্তার।

প্রায় ২ হাজার ৫০০ নিরাপত্তা সদস্য অংশ নেন এই অভিযানে, যা চালানো হয় রিওর আলেমাও ও পেনহা ফাভেলা এলাকায়। দীর্ঘদিন ধরে মাদকচক্রের দখলে থাকা এই দরিদ্র ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের সাঁজোয়া যান থামাতে গ্যাং সদস্যরা গাড়ি পুড়িয়ে দেয় এবং গোলাগুলি শুরু করে।

পুলিশের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সশস্ত্র সন্দেহভাজনরা গ্রেনেডযুক্ত ড্রোন ব্যবহার করছে এবং কেউ কেউ বনের দিকে পালিয়ে যাচ্ছে।

এই অভিযানে টার্গেট ছিল রিওর সবচেয়ে প্রভাবশালী মাদকচক্র ‘কমান্ডো ভারমেলহো’। রাজ্য সরকার এটিকে এ পর্যন্ত সবচেয়ে বড় অভিযান হিসেবে বর্ণনা করেছে। অভিযান চলাকালে ২৫০টি গ্রেপ্তার ও তল্লাশি পরোয়ানা কার্যকর করা হয় এবং ৮১ জনকে আটক করা হয়েছে।

অভিযানের কারণে শহরের একাধিক স্কুল ও চিকিৎসা কেন্দ্রের কার্যক্রম ব্যাহত হয়, বাস রুট পরিবর্তন করতে হয়, এবং রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ব্রাজিলের আইনমন্ত্রী রিকার্দো লিউয়ান্দোভস্কি জানান, রাজ্য কর্তৃপক্ষ অভিযান শুরুর আগে ফেডারেল সরকারের কোনো সহযোগিতা নেয়নি। তিনি বলেন, “এটি ছিল রক্তাক্ত অভিযান; আমরা এর তথ্য মূলত সংবাদমাধ্যম থেকেই পেয়েছি।”

এ ঘটনায় মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন। নিরাপত্তা বিষয়ক থিংকট্যাংক ‘সাউ দা পাজ’-এর নির্বাহী পরিচালক ক্যারোলিনা রিকার্দো বলেন, “এটি এক ভয়াবহ ট্র্যাজেডি। এমন সামরিক ধাঁচের অভিযান সমস্যার মূল জায়গায় আঘাত হানে না।”

এই অভিযান এমন সময় চালানো হলো, যখন রিও দে জেনেইরো শহর আগামী সপ্তাহে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩০-এর প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে অনুষ্ঠিত হবে সি৪০ গ্লোবাল মেয়ারস সামিট ও প্রিন্স উইলিয়ামের আর্থশট প্রাইজ। এই আয়োজনে অংশ নেবেন পপ তারকা কাইলি মিনোগ ও চারবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন সেবাস্টিয়ান ভেটেল।

রিওর ইতিহাসে এর আগে কোনো পুলিশি অভিযানে এত বড় প্রাণহানি ঘটেনি। এবার নিহতের সংখ্যা পূর্ববর্তী রেকর্ডের দ্বিগুণেরও বেশি। বিশ্লেষকদের মতে, বড় আন্তর্জাতিক অনুষ্ঠানকে ঘিরে অপরাধচক্র দমনে রিও পুলিশ সবসময়ই কঠোর অভিযান চালায়, তবে এবারকার প্রাণহানিতে সরকারের নীতির কার্যকারিতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়