• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ভিওডি বাংলা ডেস্ক    ৩০ অক্টোবর ২০২৫, ০৬:০১ পি.এম.
রোমের তুসকোলানার কনসিলি পার্কে এক হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেন তাদের ওপর হামলার প্রতিবাদে-ছবি সংগৃহীত

ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর একের পর এক হামলার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাংলাদেশিরা। স্থানীয় সময় সোমবার বিকেলে রোমের ভিয়া তুসকোলানার কনসিলি পার্কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে ধারণ করে অংশ নেন। বিক্ষোভকারীরা স্লোগান দেন – “বাংলাদেশিদের ওপর হামলা বন্ধ করতে হবে। নিরাপত্তা চাই, ন্যায় বিচার চাই। একতার শক্তিতে সন্ত্রাস প্রতিহত করবো।”

শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর বিক্ষোভ মিছিলটি পিয়াজ্জা সান জুভাননি বস্কোতে শেষ হয়। এই কর্মসূচির আয়োজন করে তুসকোলানা সমাজ কল্যাণ সমিতি ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি।

বিক্ষোভে অংশগ্রহণ করে বরিশাল জেলা সমিতি, বৃহত্তর নোয়াখালী সমিতি, নোয়াখালী সমিতি, ফেনী জেলা সমিতি, জালালাবাদ এসোসিয়েশন ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ সমিতি, সেন্তসেল্লে ঐক্য পরিষদ, তুসকোলানা বন্ধু মহল, একতা ব্যবসায়ী সমিতি, নবজাগরণ নারী কল্যাণ সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা সমিতি এবং রোমের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

বক্তারা বলেন, প্রবাসীরা ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই ইতালি প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনুক। প্রবাসীরা কোনো বিভাজনে বিশ্বাসী নয়; আমরা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাই।

বক্তারা আরও সতর্ক করে বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
মালয়েশিয়ায় ১২৪ অবৈধ প্রবাসী আটক
মালয়েশিয়ায় ১২৪ অবৈধ প্রবাসী আটক
বিএনপির দলীয় সভায় বক্তব্য দিলেন জাইমা রহমান
প্রথম বারের মতো বিএনপির দলীয় সভায় বক্তব্য দিলেন জাইমা রহমান