• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোলায় ২ দলের সংঘর্ষে বিএনপির কার্যক্রম স্থগিত

ভোলা প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ১১:২৯ এ.এম.
ভোলায় সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী-ছবি: সংগৃহীত

ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে সদর উপজেলা বিএনপির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকালে শহরে দুই দলের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ঘটনার পর সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এই সিদ্ধান্ত নেয়।

বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা চালায় বিজেপির কর্মীরা।

এদিকে শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলার সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা
তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই