• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক    ২ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পি.এম.
জগন্নাথ সরকার-ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারী বানপুরে শনিবার (১ নভেম্বর) একটি কর্মসূচিতে বিজেপি সংসদ সদস্য জগন্নাথ সরকার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 

কর্মীদের উজ্জীবিত করতে তিনি বলেন, কথা দিচ্ছি, এ বারের ভোটে (বিধানসভা) আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।

বিজেপির এমপির এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোড়ন। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে।

এই মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, জগন্নাথ সরকারের বক্তব্যে বিজেপির দ্বিচারিতা প্রকাশ পেয়েছে; একদিকে তারা অনুপ্রবেশ রোধের কথা বলে, অন্যদিকে কাঁটাতার তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়