• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৭ নভেম্বর ২০২৫, ০৬:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকালে  সরাইল- নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইলের বড্ডাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশার চালক মোহাম্মদ ইউসুফ (৫০) ও অটো রিকশার যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাদের বাড়ি সদর উপজেলার মজলিশপুর  ইউনিয়নের মৈন্দ গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কেনার জন্য ইউসুফের অটোরিকশা নিয়ে সরাইল বাজারের উদ্দেশ্যে রওনা হয়। বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা নাসিরনগর গামী একটি মাছবাহি ট্রাক অটোরিকশা টিকে  মুখোমুখি চাপা দেয়।

ঘাতক ট্রাক নং যশোর - ট ১১–৬০৯৫। জানাগেছে, ট্রাকের ড্রাইভার মোঃ রায়হান (৩৩) পিতা-মতিয়ার সর্দা র তার বাড়ি,হাকবা, মনিরামপুর,  যশোর। নিহত ২ জনের পরিচয় ঘটনাস্থলে নিশ্চিত করা সম্ভব হয়নি।থানায় নিয়ে আসার পর ক্ষত বিক্ষত একাধিক খন্ডে বিভক্ত মরদেহকে আত্মীয়স্বজন সনাক্ত করেন।এমন একটি হৃদয় বিদারক দৃশ্য এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এতে ঘটনাস্থলে তাদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সরাইল থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী  বলেন, এ ঘটনায় ট্রাক সহ  ঘাতক চালককে আটক করা হয়েছে। অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলায় লাশ পাঠানো হয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ