• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক    ৮ নভেম্বর ২০২৫, ১০:০৬ এ.এম.
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফাইল ছবি

সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার সরকারের ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

গতকাল শুক্রবার (৭ নেভম্বর) তুরস্কের ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এ পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

নেতানিয়াহু ছাড়াও যাদের বিরুদ্ধে পরোয়ানা দেওয়া হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভির ও স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামির।

পরোয়ানায় গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণবাহী ফ্লোটিলাকে বাধা দেওয়ার অভিযোগ উল্লেখ করা হয়েছে।

এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সা’র এটিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ‘রাজনৈতিক পিআর কৌশল’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “এরদোয়ান বিচারব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।”

উল্লেখ্য, গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার করা মামলায় তুরস্ক আগে থেকেই বাদিপক্ষ হিসেবে যুক্ত রয়েছে। গাজায় যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতির মধ্যেই এ পরোয়ানা জারি করা হলো।

এদিকে, এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হামাস। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, “গাজা ইস্যুতে তুরস্কের নৈতিক অবস্থানের প্রতিফলন এটি।”

সূত্র: সিএনএন 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়