• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ৮ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করছে উপজেলা বিএনপি।

শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়  থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন শ্লোগানে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি স.ম. আফসার আলী, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক ছাইদুর রহমান, পৌর বিএনপি'র সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদত হোসেন, সদস্য সচিব সাইফুল খাঁন, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফাসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিন বাঙালি জাতিকে শিখিয়েছে দেশপ্রেম, সাহস এবং ঐক্যের মূল্য। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক-জনতা এক হয়ে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করেন। এ দিন ছিল বিভক্তি নয়, সংহতির দিন, ব্যক্তিস্বার্থ নয়, দেশের স্বার্থের দিন। 

রাজনীতি, সমাজ বা চিন্তায় মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। আসুন, ৭ নভেম্বরের চেতনায় ঘৃণা নয় - সহযোগিতা, বিভক্তি নয়-সংহতি, দ্বন্ধ নয়- উন্নয়নকে বেছে নেই। বাংলাদেশ আমাদের সবার। আমরা সবাই মিলে একটি সুন্দর সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ  গড়ে তুলবো।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ