• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিজানুর রহমান আজহারীর সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত

নিজস্ব প্রতিবেদক    ৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পি.এম.
ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী-ফাইল ছবি

চলতি মৌসুমে উন্মুক্ত মাঠে আয়োজিত সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিতের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান।

পোস্টে আজহারী বলেন, গত বছর দেশের আট বিভাগে তার তাফসির মাহফিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে লাখো মানুষের সমাগম হয়েছিল। এসব বিশাল জমায়েত সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

তিনি উল্লেখ করেন, দেশ বর্তমানে নির্বাচনকেন্দ্রিক গুরুত্বপূর্ণ সময় পার করছে। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ডিসেম্বর-জানুয়ারিতে রাজনৈতিক দলগুলোর বড় সমাবেশের কারণে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকবে, ফলে নতুন করে মাহফিল আয়োজন করা বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

আজহারী আরও বলেন, "জাতীয় স্বার্থে নির্বাচনের আগমুহূর্তে আমাকে ঘিরে বড় কোনো তাফসির আয়োজন সমীচীন মনে করছি না। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়া জনসমুদ্র সামলানোও কঠিন। তাই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এ বছরের সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।"

স্থিতিশীল পরিবেশে তাফসিরুল কুরআনের মাহফিল করার আশ্বাস দিয়ে তিনি লিখেন, তাই, সার্বিক পরিস্থিতি বিবেচনায়— উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এ বছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিবেশে তাফসিরুল কুরআনের ঐতিহাসিক প্রোগ্রামগুলোতে আমরা আবারও মিলিত হবো ইনশাআল্লাহ।

নিজের গড়া ফাউন্ডেশনের কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, আর ইতোমধ্যে অনেকেই হয়তো ‘হাসানাহ ফাউন্ডেশন’-এর কার্যক্রম সম্পর্কে জেনেছেন। শিক্ষাখাতে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে এ বছরই যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান হিসেবে সদ্য গড়ে তোলা ফাউন্ডেশনের কার্যক্রমে অধিক সম্পৃক্ত হওয়া এ মুহূর্তে অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই, বর্তমানে ফাউন্ডেশনের কাজেই পুরোপুরি আত্মনিয়োগ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশন-এর জন্য সকলের আন্তরিক দোআ প্রত্যাশা করছি।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ
প্রকৃত ইতিহাস জানার অধিকার নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ