• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দিল্লিতে

মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৮

আন্তর্জাতিক ডেস্ক    ১০ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পি.এম.
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি

দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এই বিস্ফোরণ হয়। এতে এখন পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, স্টেশনের ১ নম্বর গেটের সামনে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে কাছাকাছি থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে।

দিল্লি দমকল বিভাগ (ডিএফএস) জানায়, খবর পেয়ে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ঘটনাস্থলে সাতটি অগ্নিনির্বাপক ইউনিট পাঠানো হয়। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিস্ফোরণের পরই দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, “এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং আশপাশের যান চলাচল সীমিত করা হয়েছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে একাধিক গাড়ি জ্বলছে, একটি ভ্যানের দরজা ছিটকে পড়েছে, এবং মাটিতে আহত মানুষ পড়ে আছে। আহতদের মধ্যে কয়েকজনকে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, “আমার বারান্দা থেকে হঠাৎ বিশাল আগুনের গোলা দেখতে পাই। বিস্ফোরণের শব্দ এত জোরে ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে।”

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঐতিহাসিক লাল কেল্লা ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা পুরনো দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়