• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগামীকাল সারাদেশে খোলা থাকবে শপিংমল

নিজস্ব প্রতিবেদক    ১২ নভেম্বর ২০২৫, ০৩:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর)  শপিংমল, দোকান ও সব বাণিজ্যিক প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মে খোলা থাকবে। 

বুধবার (১২ নভেম্বর)  বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমিতির যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব দোকানপাট ও বিপণিবিতান নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে। তবে একই দিনে নিষিদ্ধঘোষিত একটি রাজনৈতিক দল লকডাউন কর্মসূচি ঘোষণা করায় বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতার ঘটনা ঘটেছে।

এ প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, নিরাপত্তা নিশ্চিতে রাজধানীজুড়ে জোর তৎপরতা চালানো হচ্ছে এবং ইতোমধ্যে ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অপরিচিত কাউকে আশ্রয় না দিতে এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানাতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো ধরণের সহিংসতা কঠোরভাবে দমন করা হবে। লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা রোধে সারাদেশে বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে-অপরাধীরা কোনো ছাড় পাবে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও
মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও
দেশজুড়ে ২০ টাকা কমলো দেশি পেঁয়াজের দাম
দেশজুড়ে ২০ টাকা কমলো দেশি পেঁয়াজের দাম
চড়া তেল-পেঁয়াজ, কমেছে শীতের সবজির দাম
চড়া তেল-পেঁয়াজ, কমেছে শীতের সবজির দাম