• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাপানের কোবে বাংলাদেশ সোসাইটির নতুন কমিটি গঠন

ভিওডি বাংলা ডেস্ক    ১২ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পি.এম.
আলমগীর হোসেন ইমন (সভাপতি) ও সাইদুর রহমান (সাধারণ সম্পাদক) কোবে বাংলাদেশ সোসাইটির নতুন কমিটি-ছবি সংগৃহীত

জাপানের কোবে শহরে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘কোবে বাংলাদেশ সোসাইটি’ (কেবিএস)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটি আগামী দুই বছর (২০২৫–২০২৭) দায়িত্ব পালন করবে।

বুধবার স্থানীয় সময় বিকেল ৬টায় কোবে শহরের ঐশী কাবাব অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে আলমগীর হোসেন ইমনকে সভাপতি এবং সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন মো. মিয়া ইয়াসিন, মো. মর্তুজা ভূঁইয়া রিটু, মো. বদরুল হায়দার, মো. আরসাদুল হক, মো. আবু বকর সিদ্দিক ও মো. আজাদ রহমান।

নির্বাহী কমিটি ১০ সদস্য বিশিষ্ট, যার সভাপতি আলমগীর হোসেন (ইমন) এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান। অন্যান্য দায়িত্বে রয়েছেন:

এই নির্বাহী কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন (ইমন) এবং সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান। কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন-সহসভাপতি মো. রাজু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান খান, প্রচার সম্পাদক মো. কাজী আমিনুল, অর্থ সম্পাদক মো. আরিফ সিকদার, শিক্ষা সম্পাদক মো. আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম, এবং সাংস্কৃতিক সম্পাদক মো. সুলতান জাহিদ।

নবনির্বাচিত নেতারা জানিয়েছেন, কোবে বাংলাদেশ সোসাইটিকে আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও প্রবাসীদের কল্যাণে নিবেদিত সংগঠন হিসেবে গড়ে তোলা তাদের প্রধান লক্ষ্য।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
মালয়েশিয়ায় ১২৪ অবৈধ প্রবাসী আটক
মালয়েশিয়ায় ১২৪ অবৈধ প্রবাসী আটক
বিএনপির দলীয় সভায় বক্তব্য দিলেন জাইমা রহমান
প্রথম বারের মতো বিএনপির দলীয় সভায় বক্তব্য দিলেন জাইমা রহমান