• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাগেশ্বরীতে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি    ১২ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২ ঘটিকায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে চৌদ্দঘড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। 

চৌদ্দঘড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়নের ফ্যামিলি ওয়েলফেয়ার এসিস্ট্যান্ট এফডব্লিউএ  মোছাঃ হোসনেআরা হেনা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোলায়মান আলী ইমাম, মোছাঃ হাওয়া খাতুন সিএইচসিপি নারায়ণপুর, মোঃ সহিদুল ইসলাম সহকারী শিক্ষক চৌদ্দঘুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আরো উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন সিএফ বল্লভের খাস ইউনিয়ন, মোঃ হান্নান আলী সিএফ বেরুবাড়ী ইউনিয়ন এবং মোছাঃ হাছিনা বেগম সিএফ নারায়ণপুর ইউনিয়ন। বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ