• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ, ট্রাক-বাসে আগুন

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি    ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ এ.এম.
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে এক্সপ্রেসওয়ে অবরোধ করে আওয়ামী লীগের কর্মীরা-ছবি সংগৃহীত

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি বাস্তবায়নে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাড়ে ৮টার পর কিছু যানবাহন সেতু পার হলেও এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে।    

অবরোধ চলাকালে না ওডোবা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন আওয়ামী লীগ কর্মীরা এবং দু’টি যাত্রীবাহী বাস ভাঙচুর করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আন্দোলনকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন ও ককটেল বিস্ফোরণ ঘটান, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় আধা কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ আটকে পড়া যানবাহনগুলোকে সেতু পারাপারে সহায়তা করছে।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, সকাল থেকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিলে তাদের সরানোর চেষ্টা করা হয়। এ সময় দুর্বৃত্তরা ট্রাকে আগুন দেয়। সাড়ে ৮টার পর থেকে সীমিতভাবে যানবাহন চলাচল শুরু হলেও এক্সপ্রেসওয়েতে এখনো স্বাভাবিক গতি ফিরেনি।

শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, “ঢাকায় তাদের দু’টি বাসে আগুন দেওয়ার পর আতঙ্কে মালিক ও শ্রমিকরা সড়কে যানবাহন নামাচ্ছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চলাচল শুরু হবে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ