• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি    ১৩ নভেম্বর ২০২৫, ০২:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ ও ট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়ের নাওডোবা ও তস্তারকান্দি এলাকায় আওয়ামী লীগের কর্মীরা মিছিল ও অবস্থান নেন। এ দিন সকাল সাতটার দিকে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দুটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানো হয় এবং সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করা হয়।

স্থানীয়রা জানান, এক্সপ্রেসওয়ের অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলজুড়ে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সকাল ৮টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। সেতুর এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়। সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিকভাবে আন্দোলনকারী বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন