• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় জলবায়ু কর্মীরা গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে ঝড় তুলেছে

সাতক্ষীরা প্রতিনিধি    ১৪ নভেম্বর ২০২৫, ০৪:০০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে ঝড় তুলেছে তরুণ জলবায়ু কর্মীরা। জীবাশ্ম জ্বালানি নির্ভরতা বন্ধ এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়াতে তাদের জোরালো আহ্বান- মিথ্যা প্রতিশ্রুতি নয়, এখনই পদক্ষেপ বেঁচে থাকার প্রশ্ন।

বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে জলবায়ু অবিচারের বিরুদ্ধে লড়াই করছে। প্রতি বছর “ফান্ড আওয়ার ফিউচার” ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাকশনএইড বাংলাদেশ ফ্রাইডেস ফর ফিউচার-এর সাথে সংহতি রেখে হাজারো তরুণকে জলবায়ু আন্দোলনে যুক্ত করে আসছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সিডো’র বাস্তবায়নে সাতক্ষীরা ইয়ুথ হাবের আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশ ও গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে তরুণ জলবায়ু আন্দোলনকারীরা ব্যানার, প্ল্যাকার্ড ও রঙিন ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে সবুজ, সমতাপূর্ণ ও ন্যায্য ভবিষ্যতের দাবিতে সোচ্চার হন।

এমন সময়ে যখন জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩০) ব্রাজিলের বেলেম শহরে চলছে। বক্তারা বলেন- এবারের কপ-৩০ অবশ্যই সিদ্ধান্তমূলক হতে হবে; গ্লোবাল সাউথের মানুষের ।

বক্তারা আরও বলেন, কপ-৩০ সামনে রেখে যারা জলবায়ু ন্যায্যতার দাবিতে সোচ্চার, দেশজুড়ে সেই তরুণদের প্রতি আমরা সংহতি জানাই। যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোকে শক্তিশালী করতে নিঃশর্ত আর্থিক সহায়তা দেওয়া জরুরি।

তরুণদের ভাষায় এবারের জলবায়ু আলোচনা ব্যর্থ হওয়া চলবে না। সমাবেশজুড়ে তরুণরা সামাজিক মাধ্যমে প্রদর্শন করেন এবং ন্যায্য, সমতাপূর্ণ ও টেকসই ভবিষ্যতের পক্ষে জনমত গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিওডি বাংলা-আবদুল্লাহ আল মামুন/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ