• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কলাপাড়ায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি    ১৭ নভেম্বর ২০২৫, ১০:১৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়েছে মোসা. মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধূকে। 

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুকুল বেগম স্থানীয় জামে মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী। তার ২০ বছর বয়সী এক ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে খাবার শেষে হাবিবুর রহমান নামাজ পড়াতে মসজিদে যান। সেই সময় স্ত্রী মুকুল বেগম ঘরেই ছিলেন। সন্ধ্যার পর এক প্রতিবেশী নারী তাদের ঘরে গিয়ে গৃহবধূর গলাকাটা মরদেহ দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস
১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস
ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন
ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন
কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা
তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা