• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধানমন্ডি ২৭-এ দুটি ককটেল বিস্ফোরণ

৩২ নম্বরে পুলিশের পিকআপে হামলা

নিজস্ব প্রতিবেদক    ১৭ নভেম্বর ২০২৫, ০৯:২৭ পি.এম.
ধানমন্ডি ২৭-এ পরপর দুটি ককটেলের বিস্ফোরণে ওই এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে: সংগৃহীত ছবি

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধানমন্ডি-২৭ নম্বরে মিনাবাজারের গলির পাশে হঠাৎ দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

এর আগে সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর-সংলগ্ন মিরপুর সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলার ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নিউমার্কেটের দিক থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান ও একটি মাইক্রোবাস মিরপুর সড়কে দিয়ে যাচ্ছিল। গাড়ি দুটি নিউ মডেল ডিগ্রি কলেজের বিপরীত পাশে পৌঁছালে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়ে। এতে দুটি গাড়িরই কাচ ভেঙে যায়। তবে এতে কেউ আহত হননি।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় হিমেল বাতাসে বেড়েছে শীতের আমেজ
ঢাকায় হিমেল বাতাসে বেড়েছে শীতের আমেজ
আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬
আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬
আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’