কেন্দুয়ার খেলোয়াড়দের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোণা জেলায় অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলাকে কেন্দ্র করে কেন্দুয়া উপজেলার খেলোয়াড়দের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরের সামনে ‘কেন্দুয়া সর্বস্তরের জনতা’ ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডিসি কাপ ফুটবলের চলাকালীন সময়ে কেন্দুয়ার একাধিক খেলোয়াড়কে পরিকল্পিতভাবে মারধর করা হয়। হামলায় গুরুতর আহত হন কেন্দুয়ার জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আরিফ, যিনি দীর্ঘদিন ধরে দেশের হয়ে পেশাদার ফুটবলে প্রতিনিধিত্ব করে আসছেন।
ব্যানারে উল্লেখ করা হয় “কেন্দুয়ার জাতীয় পর্যায়ের খেলোয়াড় আরিফকে হত্যার উদ্দেশ্যে হামলা এবং কেন্দুয়ার খেলোয়াড়দের ওপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে মানববন্ধন।”
মানববন্ধনে স্থানীয় ক্রীড়া–সংগঠক, শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েকশ সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ক্ষুব্ধ জনতা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়, যার ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
আয়োজকরা বলেন, “ক্রীড়াঙ্গন শান্তির স্থান, কিন্তু জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কেন্দুয়ার খেলোয়াড়দের ওপর এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার বিচার না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”
এ ঘটনায় কেন্দুয়া জুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
ভিওডি বাংলা/ এমএইচ






