• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাজিলে কপ৩০ সম্মেলনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ১৩

আন্তর্জাতিক ডেস্ক    ২১ নভেম্বর ২০২৫, ১১:০৮ এ.এম.
ছবি: সংগৃহীত

ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসংঘের ৩০তম বৈশ্বিক পরিবেশ সম্মেলন-কপ৩০ ভেন্যুতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় নিশ্বাসকষ্টে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৩ জন।

বৃহস্পতিবার বেলেমের সম্মেলন কেন্দ্রের প্যাভিলিয়ন এলাকার ‘ব্লু জোন’ থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই তা আশপাশে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বিভিন্ন দেশের প্রতিনিধি ও সংস্থার সদস্যরা জলবায়ু সংকট মোকাবিলায় একটি চুক্তির খসড়া তৈরির প্রক্রিয়ায় যুক্ত ছিলেন।

গত ১৭ নভেম্বর সোমবার থেকে শুরু হওয়া কপ৩০ সম্মেলনে ২০০টি দেশের কয়েক হাজার প্রতিনিধির অংশগ্রহণ চলছে।

এক বিবৃতিতে আয়োজক কমিটি জানায়, “বৃহস্পতিবার দুপুরে ভেন্যুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ব্রাজিলের দমকল বাহিনী ও জাতিসংঘ নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেন। মাত্র ৬ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।”

বিবৃতিতে আরও জানানো হয়, ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত ১৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুন লাগে। বেলেমের পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।

ঘটনার সময় সম্মেলন কেন্দ্রে ‘মুতিরাও’ নামে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর রোডম্যাপ–সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তির খসড়া তৈরির কাজ চলছিল। তবে অগ্নিকাণ্ডের কারণে ওই প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে।

সূত্র : রয়টার্স, এএফপি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়