• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষ ৩১ দফার মর্ম বুঝতে পারবে: চুন্নু

কিশোরগঞ্জ প্রতিনিধি    ২২ নভেম্বর ২০২৫, ০১:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রতিটি দফা পূর্ণ করা হবে। তখন সাধারণ মানুষ ৩১ দফার মর্ম বুঝতে পারবে। ক্ষমতায় না গেলে দফাগুলো শুধু লিফলেটে সীমাবদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও কিশোরগঞ্জ-১ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু।

শুক্রবার (২১নভেম্বর) রাতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেজাউল করিম খান চুন্নুর সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আপনারা এখন স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনী নন। মানবিক পুলিশ। তাই জনগণের সাথে সম্মানের সহিত ব্যবহার করবেন।

এসময় জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবালসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ