• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগামী নির্বাচনে ২৯ হাজার প্রবাসীর পোস্টাল ভোট নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক    ২৫ নভেম্বর ২০২৫, ১১:১১ এ.এম.
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসরত ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ২৯ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে তাদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ তথ্য জানা যায়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। এ ক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।

গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার প্রবাসীদের নিবন্ধন শুরু হয়, যা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। ২৪ নভেম্বর থেকে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন কার্যক্রম চলছে।

দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, ব্রাজিল, যুক্তরাষ্ট্রসহ ৪০টির বেশি দেশ থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিবন্ধন করেছেন ২৯ হাজার ১০০ প্রবাসী।

আগামী ৪-৮ ডিসেম্বর সৌদি আরব প্রবাসীরা, ৯-১৩ ডিসেম্বর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবাসীরা এবং ১৪-১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। বাংলাদেশে বসবাসরত সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সরকারি চাকরিজীবী, কয়েদি ও বিদেশে থাকা ভোটাররা ১৯-২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।

ইসি জানায়, নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে এবং ভোটাররা ভোট দিয়ে তা ডাকযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
পুলিশে বড় রদবদল
পুলিশে বড় রদবদল
কোন উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : আনোয়ারুল
কোন উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : আনোয়ারুল