দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন:
রাজনাথকে সিন্ধের মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ‘সিন্ধ প্রদেশ আবারও ভারতের সঙ্গে যুক্ত হতে পারে’-এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ। তিনি বলেছেন, রাজনাথ সিংকে “দিবাস্বপ্ন দেখা বন্ধ করতে হবে।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে মুখ্যমন্ত্রী মুরাদ বলেন, সিন্ধ পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ-“সিন্ধ পাকিস্তানের ছিল, আছে ও থাকবে।”
তিনি দাবি করেন, রাজনাথ সিং ইতিহাস সম্পর্কে অজ্ঞ। মুরাদ জানান, পাকিস্তান রাষ্ট্র গঠনের আগেই ১৯৩৬ সালে সিন্ধ বোম্বে প্রেসিডেন্সি থেকে পৃথক হয়। সিন্ধের মানুষ বহুদিন ধরে তাদের স্বায়ত্তশাসন, মর্যাদা ও রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দিয়ে আসছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ বিভাজন ও সংকট নিয়ে চিন্তা করা উচিত, অন্য দেশের বিষয়ে দিবাস্বপ্ন দেখার বদলে।
এর আগে ভারতীয় গণমাধ্যম রাজনাথ সিংয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, সভ্যতার দিক থেকে সিন্ধ সবসময়ই ভারতের অংশ ছিল এবং ভবিষ্যতে সীমান্ত পরিবর্তনের মাধ্যমে সিন্ধ আবারও ভারতের সঙ্গে যুক্ত হতে পারে।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে ইতিহাস বিকৃতিমূলক, বিভ্রান্তিকর ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে। তারা অভিযোগ করে, রাজনাথ সিংয়ের বক্তব্য ‘বিস্তারবাদী হিন্দুত্ব মানসিকতার’ প্রতিফলন, যা আন্তর্জাতিক আইন ও স্বীকৃত সীমান্তকে চ্যালেঞ্জ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে উসকানিমূলক বক্তব্য বন্ধ করতে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানায়। একই সঙ্গে ধর্মীয় বিদ্বেষনির্ভর সহিংসতার দায়ীদের জবাবদিহির আওতায় আনার গুরুত্ব তুলে ধরে।
কাশ্মীর ইস্যুতে পাকিস্তান পুনর্ব্যক্ত করে, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী শান্তিপূর্ণ সমাধানে ভারতকে ‘বিশ্বাসযোগ্য উদ্যোগ’ নিতে হবে। পাকিস্তান জানায়, তারা শান্তিপূর্ণ সমাধানে অটল থাকলেও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ থাকবে।
ভিওডি বাংলা/জা







