পশ্চিমবঙ্গে পুকুরে উল্টে পড়লো স্কুলবাস, নিহত ৩

পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ায় স্কুলছাত্র-ছাত্রীদের বহনকারী একটি বাস রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে তিন শিক্ষার্থী নিহত এবং আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলেন-সৌভিক দাস (১১), ইশিকা মন্ডল (৭) ও আরিন দাস (৯)। সোমবার স্কুল ছুটির পর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জগদীশপুর এলাকার একটি বেসরকারি স্কুল থেকে পাঁচ শিক্ষার্থীকে নিয়ে ফিরছিল বাসটি। বহিরা শ্মশানতলার কাছে শিক্ষার্থীদের নামানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে নিচে পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উলুবেরিয়া মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুই শিক্ষার্থীকে উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে। নিয়ন্ত্রণ হারানোর কারণ তদন্ত করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছে। উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব জানান, পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/জা







