এবার সহ-মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সদ্য শেষ হওয়া মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতার সহ-মালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। বুধবার আদালতের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল আরাবিয়ার।
জাকাপংয়ের মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপ প্রতিযোগিতার সহ-মালিক। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালে এক প্লাস্টিক সার্জন জেকেএন-এ বিনিয়োগের সময় জাকাপং গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেন এবং বিনিয়োগের শর্ত অনুযায়ী টাকা ফেরত দেননি। আদালত এই আচরণকে প্রতারণার সমতুল্য বলে উল্লেখ করেছে এবং তার অনুপস্থিতিকে পলানোর চেষ্টা হিসেবে ব্যাখ্যা করেছে।
মঙ্গলবার মামলার রায় ঘোষণার দিন জাকাপং আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। নতুন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর। স্থানীয় গণমাধ্যম জানায়, তিনি আর্থিক সংকটে মেক্সিকোতে অবস্থান করছেন।
ভিওডি বাংলা/জা







