• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা ১৩ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি    ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

পঞ্চগড়ে শীতের প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। সকালের হিমেল হাওয়া এবং উচ্চ আর্দ্রতার কারণে জেলাজুড়ে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যদিও এটি গতকালের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে, শীতের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই।

এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। ভোরে প্রবল ঠান্ডা বাতাস বইতে থাকলেও, সকাল গড়াতে আকাশে হালকা রোদের দেখা মিলেছে।

এর আগে, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, শীত ধীরে ধীরে নেমে আসছে। ডিসেম্বরের শুরুতেই শীত আরও তীব্র হতে পারে এবং শৈতপ্রবাহ বইতে শুরু করার সম্ভাবনা রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ