• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন পে স্কেল: ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক    ২৭ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এ.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় পে কমিশনের সুপারিশ চূড়ান্ত আগামী ৩০ নভেম্বরের মধ্যে এবং ১৫ ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে গ্যাজেট প্রকাশের বিষয়ে নীতিগত আলোচনা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে জাতীয় পে কমিশনের সঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বৈঠকে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

এদিন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির।

আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বাদিউল কবির গণমাধ্যমকে বলেন, বেতন গ্রেড কমিয়ে আনা, ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা এবং ১৫ ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষ করে নবম জাতীয় বেতন স্কেলের গ্যাজেট প্রকাশের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে।

কমিশন চেয়ারম্যানের বরাত দিয়ে তিনি জানান, দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এর আগে নভেম্বরের মধ্যেই সুপারিশ জমা না হলে কর্মচারীরা আলটিমেটাম দিয়েছিলেন। দীর্ঘদিন কমিশনের পক্ষ থেকে কোনো তথ্য না আসায় কর্মচারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন